আমাদের কথা

আমাদের কথা

উৎপাদক বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক পাইকারী বাজার। এখানে উৎপাদনকারী ও ক্রেতা দু’পক্ষই সরাসরি ব্যবসা করতে পারেউৎপাদক ২০১৭ সালে জুন মাসের ২ তারিখে utpadok.com নামে ওয়েবসাইট রেজিস্টেশনের মাধ্যমে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের প্রধান তিন জন মূল উদ্যেক্তা ও পরিকল্পনাকারী রয়েছেন, তারা হলেন মোহাম্মদ রিংকু, এ আর রনি ও মোঃ আল আমীনএই ধরনের চিন্তা নিয়ে বাংলাদেশে এ পযন্ত কেউ আগে কোনদিন কাজ করেনি। তাদের মূল উদ্দেশ্য হলো এ দেশের উৎপাদিত সকল পণ্যকে দেশ তথা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।   

প্রথম দিন থেকে, উৎপাদক মূলত একটি দেশীয় পণ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে একটি বৈচিত্র্যময় অনলাইন ভিত্তিক বাজারে পরিণত হয়েছে যেখানে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত উপস্থিতি রয়েছে উৎপাদকের লক্ষ্য হচ্ছে "বাংলাদেশকে মানে এদেশের উৎপাদিত পণ্যকে বিশ্বের কাছে নিয়ে যাওয়া" এছাড়াও সারা পৃথিবীর সকল পিছিয়ে পড়া দেশের জন্য একই পদ্ধতিতে অনলাইন ভিত্তিক পাইকারী বাজার অনলাইনে তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়া ভবিষ্যৎতে উৎপাদক আরো কিছু নতুন ব্যবসায়ীক পদ্ধতি নিয়ে কাজ করবে তাদের সেই পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা রয়েছে অতিসত্বর তাদের একটি utpadok apps বাজারে আসবে যারা মাধ্যমে আরো সহজে একজন কারখানা মালিক বা পণ্য উৎপাদনকারী তার পণ্য উৎপাদন করে কাংখিত ক্রেতার নিকট পাইকারি বিক্রয় করতে পারবে।       

বাংলাদেশে এমন সব পণ্য প্রতিদিন উৎপাদন হয়, তার সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষ জানে না বহিঃবিশ্বে ত এই সম্পর্কে কোন ধারণাই রাখে না, কিন্তু এসব পণ্যের বিশ্বব্যাপী চাহিদা রয়েছে কারন এই সব ক্ষুদ্র ও মাঝারী শিল্পের প্রচার ও প্রসার নেই, তাদের ব্যাক্তিগত পর্যায় থেকে বড় একটি মার্কেটিং চেইন তৈরি করা সম্ভব নয় তাই উৎপাদক আমাদের দেশের সকল উৎপাদককে এক ছাতার নিচে আনতে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো লক্ষ্যে কাজ করে যাচ্ছে যেমন আমাদের গার্মেন্টস সেক্টর বিশ্বের দরবারে আজকে অনেক সমাদৃত ও প্রশংসনীয় কারন ধীরে ধীরে তাদের পণ্যের প্রচার ও শক্তিশালী বাজার ব্যবস্থা সৃষ্টি করতে পেরেছে আজকে আমাদের এই শিল্পকে অনেক দেশ উদাহরন হিশেবে মানছে অপরদিকে আমাদের স্থানীয় বাজার সেইভাবে কিন্তু বাজারজাত ব্যবস্থা তৈরি করতে পারেনি কিন্তু আমাদের রয়েছে ১৬ কোটি মানুষের বিশাল বাজার সুতরাং একটি শক্তিশালী বাজার ব্যবস্থা একটি দেশের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে     

তাই উৎপাদক সাফল্য, সৃষ্টিশীলতা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে কাজ করছে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ব্যবসায়ীদের ভালোবাসা, তরুন উদ্যেক্তাদের প্রযুক্তি নির্ভরতা অনেক বৃদ্ধি পেয়েছে উৎপাদক বাংলাদেশের অর্থনৈতিক প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে